
অধ্যায় ৬: বাস্তবের টানাপোড়েন
রাত গভীর। চাঁদ আকাশে উঠে আছে, তার আলো প্রাসাদের সাদা দেয়ালকে রূপালি করে দিয়েছে। ঝরনার স্রোত এখন নীরব, ফোয়ারার পানি ঝলমল করে মৃদু সুর বাজাচ্ছে। কিন্তু কাব্যের মনে কোনো প্রশান্তি নেই। সে বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে অরিণার ছবি ভেসে উঠছে—রূপালি চুল, চোখের গভীরতা, ধীরে ধীরে হাঁটার ছন্দ। আর সেই সঙ্গে ভেসে আসছে তার বাস্তব পৃথিবীর স্মৃতি—নোয়াখালীর সুনসান রাত, গাড়ি চালানোর ক্লান্তি, শহরের আলো, কফি হাউসের মানুষদের হাসি। কাব্যের বুকের ভেতর অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে আছে অরিণা—পরীর আলো, নিষিদ্ধ প্রেম, এক নতুন পৃথিবী। অন্যদিকে আছে বাস্তব—ভ্রমণ, স্মৃতি, পৃথিবীর জীবনের ঝকঝকে শব্দ, পরিচিত মানুষের সঙ্গ। সে জানে, যদি এই রাজ্যে থাকে, তাহলে পৃথিবীর সঙ্গে তার সংযোগ ছিন্ন হয়ে যাবে। কিন্তু যদি ফিরে যায়, তাহলে অরিণার চোখের দীপ্তি, রাজ্যের আলো, সেই নিষিদ্ধ ভালোবাসা—সব হারাবে।
✨ কাব্য ও অরিণার প্রেম – অধ্যায় ৬ & ৭
পুরো গল্প পড়ুন এখানে:
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



