লেখিকা:Nilima
আমাদের পথ মেলেনি তো কী হয়েছে!
কিছুই মেলেনি—এটুকুই তো মিলেছে।
জীবনের পথ কখনো সরল হয় না। কেউ কারও জীবনে আসে, আবার একদিন চুপচাপ দূরে সরে যায়। কিন্তু তারা চলে গেলেই কি সব শেষ হয়ে যায়? সব অনুভূতি, স্মৃতি, স্পর্শ কি এক মুহূর্তে হারিয়ে যায়? না। কিছু সম্পর্ক থাকে যেগুলো মিলনের মাধ্যমে নয়, অমিলের মধ্য দিয়েই গভীর হয়। আমাদের গল্পটাও ঠিক তেমনই—যেখানে পথ মেলেনি, কিন্তু অনুভূতি মিলেছে; যেখানে গন্তব্য আলাদা, কিন্তু যাত্রার স্মৃতি এক।
আমি কখনো ভাবিনি যে বিদায়ও এমন কোমল হতে পারে। তুমি একদিন আমার জীবনে এসে এমনভাবে জায়গা করে নিলে, যেন সেই জায়গাটা আদ্যিকাল থেকেই তোমার জন্যই ছিল। অথচ সেই জায়গাটা ধরে রাখার জন্য যে পথ প্রয়োজন ছিল, সেই পথটাই আমাদের মিলল না। তুমি অন্যরকম স্বপ্নে ডুবে ছিলে, আমি ছিলাম আরেকরকম বাস্তবতায়। আমাদের চাওয়া-পাওয়া, আশা-প্রত্যাশা—সবকিছুই এতটাই আলাদা ছিল যে সম্পর্কটাকে একসাথে টেনে নেওয়া অসম্ভব হয়ে উঠেছিল। তবু এর মাঝেও একটা অদ্ভুত মিল ছিল—আমরা দু’জনই চাইনি কেউ আঘাত পাক, কেউ হারিয়ে যাক। তাই দূরত্বটা বেছে নেওয়া হলো ভালোবাসারই এক শান্ত রূপ হিসেবে।
আমাদের পথ মেলেনি
কে তুমি নিল?
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



