লেখকা: অনামিকা
রাতের আকাশে চাঁদ আমার দিকে হাসে,
তোমার নাম উচ্চারণ করলে যেন তার আলো আরও উজ্জ্বল হয়।
হাওয়ায় ভেসে আসে তোমার স্পর্শের গন্ধ,
মনের গভীরে জাগে এক অদ্ভুত নীরবতা,
যা শুধু তুমি বুঝতে পারো।
প্রতিটি পদক্ষেপে তোমার ছায়া খুঁজে পাই,
পাখির কণ্ঠেও যেন তোমার সুর শোনা যায়।
তোমার হাসি আমার সমস্ত অন্ধকারকে মুছে দেয়,
এবং চোখের জলগুলোকে রঙিন স্বপ্নে রূপান্তরিত করে।
আমি ভাবি, যদি তোমার হাত আমার হাতে থাকত,
সকল অজানা পথও পরিচিত মনে হতো।
তুমি আমার পৃথিবীর প্রতিটি রঙ,
প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাসে তোমার স্পন্দন বাজে।
শীতল বাতাসে তোমার কণ্ঠস্বরের প্রতিধ্বনি,
মনে করিয়ে দেয়, তুমি শুধু আমারই।
চাঁদ, তারা, সব মিলিয়ে একত্রে বলে—
“তোমরা যেন একে অপরের কাছে চিরকালই থাকো
তুমি একা নও
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



