তুমি চাইলে বৃষ্টি হতে পারে আজ এই অভিশপ্ত নগরীতে
অথবা মহা প্লাবন
বানের জলে ভেসে যেতে পারে সব
আমার অভিশপ্ত অতীত
যন্ত্রণাময় বর্তমান
কিংবা আশাহীন ভবিষ্যত
আজ তুমি ইচ্ছার দেবী
তুমি চাইলে সব হতে পারে
তৃষিত ঠোঁটে চুষে নেবো
এক সাগর তৃষ্ণার জল।
অথবা আগুন
পুড়িয়ে দিতে পারি এই যান্ত্রিক নগরী
আজন্ম জ্বলতে থাকা বুকের একটুখানি আগুনে
শুধু স্ফুলিঙ্গ চাই খাঁ খাঁ বিরাণ তপ্ত নগরীতে
আজ তুমি সর্বেসর্বা
তোমার অঙ্গুলি হেলনে ঘটে যাবে মহা প্রলয়
শুধু বলে দাও নেশাতুর চোখের ইশারাতে
ক্ষত-বিক্ষত করে দিতে পারি মরুময় চরাচর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




