পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কূটনীতিক পাড়ার বাইরে সহিংস বিক্ষোভে অংশ নিয়েছে ছাত্ররা। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা কূটনীতিক পাড়ার ভিতরে ঢুকতে চেষ্টা করলে পরিস্থিতি সামাল দিতে সেনা মোতায়েন করা হয়।
পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়লে ১৫ জন বিক্ষোভকারী আহত হন। বিক্ষোভে এক হাজারেরও বেশি ছাত্র অংশ নেয়।
আমেরিকায় ইসলাম বিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে ওই বিক্ষোভের আয়োজন করা হয়। বিশ্বব্যাপী অনুষ্ঠিত ওই বিক্ষোভে এই পর্যন্ত বিভিন্ন দেশে ৩০ জন নিহত হয়েছে। পাকিস্তানেও ইতোপূর্বে অনুষ্ঠিত বিক্ষোভে দুই ব্যাক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইসলামাবাদের ওই কূটনীতিক পাড়ায় আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্সসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশের দূতাবাস অবস্থিত।
বিক্ষোভস্থলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জামান খান বলেন, “আমাকে উপর মহল থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমাকে ফাঁকা গুলি চালাতে হচ্ছে।
বিক্ষোভকারী রেহমান আহমেদ বলেন, “আমেরিকা সব সময় আমেরদ ধর্ম ‘ইসলাম’ নিয়ে ঠাট্টা কৌতুক করে। পশ্চিমারা মত প্রকাশের সাধীনতার নামে সব সময় ইসলাম ও নবী মুহাম্মদ স.কে বিদ্রুপ করে থাকে। এটা সহ্য করার মত নয়।” সূত্র: ডন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


