গার্মেন্টস এ কামলা খাটি এটা পরিষ্কার কথা। তাই রাজনীতি বা সময়ের হালচাল সম্পর্কে পত্রিকায় ভরসা। আজকাল পত্রিকারও যে অবস্থা!! ফেসবুক আর মানুষের মুখ থেকে শুনে কিছুটা অনুমান করার চেষ্টা মাত্র।
সদ্য প্রায়ত ভিপি নুরুকে পেটানোর ঘটনা বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজ এ দেখা গেলেও অনেকেই বলছে তিনি অভিনয় করছেন। প্রথম আলোর ওয়েবে কেও একজন কমেন্টস করছেন "নেইমারকেও হার মানিয়েছে" ইত্যাদি। আবার স্বয়ং মন্ত্রী প্রশ্ন তুলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন? খুবই যুক্তিসংগত প্রশ্ন।
আচ্ছা রাব্বানি গ্রুপকে যখন তখন পেটাপিটির অধিকার কে দিয়েছে বা কোন জোরেই বা তারা এসব নির্বিঘ্নে করে পার পাচ্ছেন? কথায় আছে খুটির জোড়ে মেরা নাচে। যাকগে সেসব কথা। যে কথায লিখতে বসা, গতকাল আমর একজন স্যার (কলেজ জীবনের) তিনিও দেখলাম তার পোষ্টে নুরুা পাগলা থেকে শুরু করে ফকিন্নির পুত পর্যন্ত বলেছেন। যেহেতু আমার শিক্ষক তাই উত্তর দিলে বাক যুদ্ধ শুরু হবে, আর সেটা কাম্য নয় তার সঙ্গে তাই বাক যুদ্ধে এড়িয়ে চলার চেষ্টা করি সর্বদা। এমনিতেই বহুত ঝামেলায় কামলা গিরি নিয়ে।
উনার কথায় মাঝে মধ্যেই এই বড়লোকী ভাব লক্ষ্যনীয় কিন্তু উনি কখনই ভেবে দেখেন না যে এদেশের সাধারণ শিল্পপতির তুলনায় তার মাঠে থাকা ১০০বিঘা জমি খুবই সামান্য। আবার সাধারণ শিল্পতিরা বড় শিল্পপতির কাছে খুবই সামান্য অর্থাৎ কেওই বড় লোক আবার কেওই ফকিন্নি না। স্থান, কাল, পাত্র ভেদে সবাই ফকিন্নি আবার সবাই ধনী।
মাঝে মধ্যেই একটা প্রশ্ন আসে মাথায়- যে মুক্তিযোদ্ধা সুস্থ্যসবল ও সরকারী চাকুরী করে অবসর নিয়ে আবার দুস্থ্য অসহায় মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করতে পারে সে আসলে কোন ত্যাগে মু্ক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। যাকগে সেসব প্রসঙ্গে ফিরে আসি।
এদেশে যখনই কোন মারামারি হয় তখনই দেখা যায় বিশেষ ছাত্র সংগঠন, হয় তারা নিজেরা নিজেরা অথবা অন্যকারো উপর চড়াও। বিচার শালিস হয়তো হয় কিন্তু ব্যস্ততায় হয়তো চোখে পড়ে না আমার। যদি নিজেদের মধ্যে হয় তো বেশ আর তা না হলে মুখস্থ একটা কথা- স্বাধীনতার বিরোধি শক্তি, জামাত-শিবির, অথবা জামাত-শিবির ভেবে মেরেছে ইত্যাদি বয়ানই যথেষ্ঠ তাদের বুক উচিয়ে চলার জন্য। সাথে যদি জুড়তে পারে - ঘটনা তেমন কিছু না, অভিনয় করেছে মাত্র। সাথে সাথে তাদের পক্ষে জুটে যাবে হাজারও সমর্থক ও সংঘটন যেমনটি ঘটছে এখন নুরের ক্ষেত্রে। আবরার যদি বেচে ফিরত তা হলেও ঘটনা চাপা পরে যেত অভিনয় বৃত্তে। তাই আবরার জীবন দিয়ে প্রমাণ করেছেন সে অভিনয় করেন না, তাকে হত্যা করা হয়েছে। নুরু বেচে আছে তাই সেটা অভিনয়।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪