>> বিকলাঙ্গ শিশু জন্ম দিয়েছেন বলে ভয় পেয়ে গিয়েছিলেন আইনষ্টাইন এর মা যখন দেখলেন জন্মেও সময় আইনষ্টাইন এর মাথাটা অস্বাভাবিক বড়।
>> চার বছর বয়সে কথা বলা শুরু করেন আইনষ্টাইন যা স্বাভাবিকভাবে অনেক দেরী।
>> পাচ বছর বয়সে বাবা যখন প্রথম কম্পাস দেখালেন তখন দেখলেন এটাকে যেদিকেই ঘোরানো হোক না কেন, সব সময় এর কাটা নির্দিষ্ট দিকই চিহ্নিত করে এবং এটাই তাকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলে।
>> জীবনের প্রথম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় সব বিষয়ে ফেল করেন শুধু বিজ্ঞান আর গণিত ছাড়া।
>> যে কন্যাসন্তানকে কোনদিনই দেখেননি তার জন্ম হয় মিলেভার গর্ভে আর তা হয় মিলেভার সাথে বিয়ের আগেই, ১৯০২ সালে।
>> বিচ্ছেদের পর মিলেভাকে লেখা চিঠিতে বলেন চাইলে আবার একসাথে ঘর করতে পারো এবং আমার শর্তগুলো মানতে হবে। অন্যান্য শর্তের মধো এটাও ছিল যে, আইনষ্টাইন চাইলে কথা বলা বন্ধ রাখতে পারবেন মিলেভার সাথে।
>> মৃতূ্র আগে সম্পত্তির খুব নগন্য অংশ দিয়ে যান বড় ছেলে হান্স আলবার্টকে, কারণ বড় ছেলের সাথে সম্পর্ক খুব একটা বেশী ভাল ছিল না।
>> দ্বিতীয় স্ত্রি এলসার সাথে বিবাহ বন্ধন থাকা অবস্থায় না করে হলেও ছয়জন নারীর সঙ্গ উপভোগ করেন তিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




