গতরাতে গ্রামীনফোন কাষ্টমার কেয়ার ফোন দিয়েছিলাম৷বরাবরের মতোই এক আপু ফোন রিসিভ করে সালাম দিলো,তারপর জানতে চাইলো কি সমস্যা৷
আমি বললাম আপনার জিপি এমএমএস এর কি হইছে?অসুখ বিসুখ হইছে নাকি!!আফায় কইলো ক্যান কি হইছে?আমি কইলাম,তিনদিন ধরে এমএমএস প্রক্সিতে ভালভাবে ফ্রি নেট চলছে না৷
হয় একেবারে অফ করে দিন না হয় ঠিক করে দিন৷
আমার কথা শুনে তিনি যেন কিংকর্তব্যবিমুড় হয়ে গেছেন৷
তিনি শুধু আস্তে করে বললেন,আপনার দেখছি সাহস আছে, চুরি করে চালাচ্ছেন চালান৷কিন্তু আমাদের কাছে এসব বিষয়ে ফোন দিবেন না৷
আশ্চর্য হলেও সত্য সকাল থেকে ভালভাবে ফ্রি নেট চলছে৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



