
ঢেউ!! কেমন যেন আবেগময় একটা শব্দ। যদিও শব্দখানা অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে, যেমন ধরুন সংগ্রামী জাতি তুলে আন্দোলনের ঢেউ, আবার কারো কারো জীবনে লাগে প্রেমের ঢেউ
যায় হোক, আসল কথায় আসি।
অস্ট্রেলিয়ান একজন ফটোগ্রাফার, নাম ওয়াররেন কীলান। বছরের পর বছর অক্লান্ত কসরত, মেহনত করে তার ক্যামেরায় সেই ঢেউকে বন্দী করেছেন। জলের সাথে বাতাসের খেলা আর আলোর কারসাজি ধরতে ভদ্রলোক ১৫ মিমি ফিস আই লেন্স ব্যবহার করেছেন।
আসুন, ভয়ংকর সৌন্দর্যের সংজ্ঞা খুজে পাওয়া যায় কিনা দেখি!
১) হংস হয়ে ভাসি আবার অস্থির চঞ্চলতায় ঝাপিয়ে পড়ি তোমার বুকে!

২) সেজেছিলাম আদিম এক প্রাণী ড্রাগনের রূপে।

৩) সবুজ ঘাগরা অঙ্গে, মস্তকে হীরক মুকুট। দাঁড়িয়েছি আমি আপন গরিমায়! ছোঁওত আমায়!

৪) খোদাই করে তোমার বুকে, আঁকি স্বপ্ন আলপনা।

৫) বিশ্ব খুঁজে, আনো শ্রেষ্ঠ অলংকার। আমার সোনার অঙ্গে সবই নির্বিকার!

৬)দহনের যাতনায় আর চাই না থাকিতে তোমার আশ্রয়ে, এই যে পাখা মেলেছি উড়ে যাব সীমানা ছাড়িয়ে!

৭) বজ্জাত মানুষ তোমরা পেটে শুধু কুৎসিত ঘূর্ণি আর প্যাঁচ! দ্যাখো আমার ঘূর্ণিতে কত মায়ার সাজ!

৮) মোরা খেলি লুকোচুরি বিস্তৃত আকাশের তলে, শৈবাল আর সূর্যরশ্মির মিলনরেখায়।

৯)রেখেছি মরণ ফাঁদ পেতে, আমার স্ফটিক চোখের মায়ায়!

১০)হে দিবাকর, আমার আদিম কালের সখা! জানি দেখা হবে তবু বিদায় কেন এত বিষাদের!

১১) মাঝে মাঝে ইচ্ছে জাগে, পেঁজা তুলো মেঘের বেশে গড়িয়ে পড়ি সৈকতের সীমানায়।

১২) হার্ট মি ওয়ান্স, আই উইল কিল ইউ টইস!!

১৩) বেদনার নীল মায়া যখন আমার পিছু নেয়, দ্যাখো কেমন উথলে উঠি। পাই নাকো ভয়,ওকে আমি স্বাগত জানাই।

১৪) হতাশার দেশে বাড়ি আমার, হাহাকারের ভিটায় বসত। তাইতো কখনো পাইনা শান্ত হওয়ার ফুসরত!

১৫) বেলাশেষে ফিরে এসে পাইনি তোমায়, শেষ বিকেলের ছায়া কাঁপে যেখানে!

১৬)ঝিলমিল ঝিলমিল নদীর জলে ঢেউ খেলিয়া যায় রে../ স্পার্কিং ওয়াটার ব্রেসলেট

১৭) পদ্মার ঢেউ রে..../ আই অব ব্লু ওয়াটার ...

১৬, ১৭ নং ছবিতে পাঠক প্রদত্ত ক্যাপশন দেওয়া হয়েছে, যে কেউ চাইলে আরো ক্যাপশন দিতে পারেন। (ক্যামনে কি ঘটিয়াছে আমার ক্ষুদ্র মস্তিষ্ক ধরিতে অপরাগ
view this link
view this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


