
এই আঁকিবুঁকিতে আপনি কি কিছু খুঁজে পেলেন? যদি পেয়ে থাকেন তবে নিঃসন্দেহে আপনি উচ্চমাত্রার একজন সৃজনশীল ব্যক্তি। এবং আপনার মত ব্যক্তি ১০০ জনে ১ জনকেই পাওয়া যায়!
পোষ্টের নিচে যাওয়ার আগে আরো কয়েকবার চেষ্টা করুন, অর্থপূর্ণ কিছু বের করার।
আসলে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির মাপকাঠি সহজ নয়। কেউ হয়ত এক বিষয়ে দারুণ কিছু সৃষ্টি করছে কিন্তু অন্য বিষয়ে অকাট গোবর গণেশ। তারপরও বিজ্ঞানীরা নির্দিষ্ট কিছু পদ্ধতি আবিষ্কার করেছেন যার দ্বারা, কোন ব্যক্তি ভিন্নভাবে ভাবতে সক্ষম কিনা বোঝা যাবে। সৃজনশীল লোকেরা যখন চিন্তা করে তখন সাধারণের তুলনায় তাদের ব্রেইনের বেশি অংশ কাজ করে। ফলে বেশি স্মৃতি এবং বেশি ধারণা একই সময়ে একই সাথে কাজ করতে পারে। যার কারণে সৃজনশীলদের জন্য এ জাতীয় রহস্যোদ্ধার অনেক সহজ হয়।
আমি কি দেখেছি? একটা বাদুড়, ইঁদুর, অথবা হিজিবিজি কিছু। ঘুরিয়ে ফিরিয়ে এর বাইরে যেতে পারিনি। অধিকাংশ লোকই তাই দেখবেন। ক্রিয়েটিভ জিনিয়াসরা কিন্তু অধিক দ্রুততার সাথে এ অপশনগুলো বাদ দিয়ে দিয়েছেন এবং কাউবয় হ্যাট পরা এক পুরুষের মুখাবয়ব আবিষ্কার করেছেন।
যারা এখনো সে মুখচ্ছবি খুঁজে পাননি। দেখুনতো এইবার,

পেলেন না? আচ্ছা। কালো পাশটা হাত দিয়ে ঢেকে রেখে দেখুন ত কিছু পাওয়া যায় কিনা।

না পেলে কি আর করা! পুরোপুরি দেখে নিন

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




