
তোমাদের ব্যর্থতার লাভায় একদিন পৃথিবী ভরাট হবে ।ফিরে যাবে প্রাগৈতিহাসিক যুগে।
সভ্যতার বিষ চুম্বনে জীবনগুলো একদিন পাথর হবে। বিফল কালের, কলঙ্কের দাগ লেগে রবে সে পাথরে।
সভ্যতা, তোমার ক্ষিপ্রতার উল্লাস, বিদ্যুতের বাতি, আজও আলো জ্বালে নি ওই ঘরহীন সংসারে।
শত শতাব্দী হেটে আজও তোমার পাজরে অনাহারীর বসবাস।
পৌষ মাস আজও কারো কারো কাছে সর্বনাশের শ্বাপদ।
এখনও শুধু জ্বলে ওঠা জীবন থেকে ওম নেয় শীতাদ্র।
ট্রেনের হুইসেলে রাত্রি কেঁপে ওঠে। ওরা কাঁপে না।
সভ্যতার প্রতারণায় সূর্যের আলো একসময় বিক্ষোভ করে ওঠে।
তখন দৃশ্যমান হয়,
হুল ফোটানো শীত, নগন্য বস্ত্র, কিছু প্রাণ আর বাকী টুকু কুয়াশা।
ওখানে কোন প্রেম-অপ্রেমের বিলাসিতা নেই, ভাল-খারাপের মানদণ্ড নেই, চোখ জুড়ে স্বপ্নের নকশা নেই,। সেখানে একটাই আশা, একটাই বাসনা, একটাই সাধ। এক আচল উষ্ণতা আর পেট নামক অন্ধকার গহ্বরে দুমূঠো অন্নের আলো!
ছবিসূত্র
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




