ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলায় বিরোধী দলের এক নেতা নিহত হওয়ার অভিযোগ ওঠার পরদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বললেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।
শনিবার বঙ্গবন্ধু ভবনে এক অনুষ্ঠানে সাহারা একথা বললেও একই দিন বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনও।
শুক্রবার নাটোরে নিহত হন স্থানীয় বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু। এর আগে পাবনায় সরকারি কর্মকর্তাদের ওপর ছাত্র ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালায় বলেও অভিযোগ আছে।
রাজনৈতিক সহিংসতা ছাড়াও স�প্রতি রাজধানীয় ঢাকায়ই কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে। দুই সপ্তাহ আগে যাত্রাবাড়ীতে খুন হয় এক পরিবারের তিনজন।
এত সবের মধ্যেও মন্ত্রী তার আগের কথার পুনরাবৃত্তি করেই বলেন, "সকলের সহযোগিতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো ভালো অবস্থায় নিয়ে আসা হবে।"
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, টেন্ডারবাজি ও চাঁদাবাজি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে সাহারা বলেন, এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
সুত্র- Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




