দুইদিন পরপর আস্তিক ভাইদের ঈমানি জোশ দেখে মাথা গরম হয়ে যায় আমার।আরে ভাই বেরাদর কুত্তা চিল্লাবে এটা কুত্তার ধর্ম কিন্তু তার সাথে আপনাকে চিল্লাতে হবে এটা আপনার ধর্মের কোথায় আছে?এ ব্লগের দুয়েকজন যেমন পারভেজ আলম,হোরাস এমন কয়েকজন ছাড়া বাকি যে নাস্তিকগুলো আছে তারা নিতান্তই নিম্নবুদ্ধির নাস্তিক এদের কাজই হল চুলাকাচুলকি করা।আপনাকে উত্তেজিত করা। আর আপনি আস্তিক হয়ে সেই ফাদে পা দিয়ে অযথা সময় নষ্ট করে যাচ্ছেন। এই ব্লগের জন্মলগ্ন থেকেই নাস্তিকরা চেচামেচি করছে সাথে আপনি উত্তেজিত হয়ে গলা ফাটাচ্ছেন।কিন্তু এতে কি লাভ হয়েছে?
কেউ মুসলমান হয়েছে? তাহলে অযথা এদের পিছনে সময় নষ্ট করছেন কেন? নাস্তিকরা পোস্ট দিবে, দিক না, সমস্যা কি?আপনি ঐ পোস্টে গিয়ে ধর্মের কি উদ্ধার করবেন?ব্লগ থেকে নাস্তিকদের সড়াতে চান? কোনো ব্যাপার না। আগামি ৬ মাস কোনো আস্তিক যদি তাদের পোস্টে না যান কমেন্ট দুরের কথা মাইনাসও না দেন তাহলে এমনিতেই তারা ব্লগিং ছেড়ে দিবে। বিশ্বাষ না হলে ৬ মাস এই কাজটা করে দেখুন না।নাস্তিকরা মূলত দৃষ্টি আকর্ষন করতে চায়, আপনি আমি কেন সে সুযোগটা দিব? আপনার মূল্যবান সময় ও কমেন্ট কেন অযথা তাদের পিছনে দিবেন? নাস্তিকদের পোস্ট ইগনোর করেন দেখবেন সব ঠিক হয়ে গেছে।এমনকি তাদের পোস্ট রিপোর্ট করতেও যাবেন না। করে কোনো লাভ নাই।সামু চাচ্ছে হিট এবং ধর্মানুভূতিতে আঘাত হানা হিট উপার্জনের ভালো কৌশল। সো কোনো লাভ নাই রিপোর্ট করে। সামুর মালিক কে কে তার মডু এসব কি আপনি জানেন? জানলে বুঝবেন কেন লাভ হবে না।
আজ থেকে আস্তিকরা আসুন নাস্তিকদের ইগনোর করি। তাদের কোনো পাত্তা না দেয়।৬ টা মাস দেখবেন সব ঠিক হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




