আগামী 14 থেকে 17 জুলাই ইঞ্জিনিয়ার্স ইনসদ্বিটিউটে চট্টগ্রাম বিভাগের অডিশন অনুষ্ঠিত হবে। এদিকে এবারের প্রতিযোগিতার মূল তিন বিচারক চূড়ান্ত করা হয়েছে। তিনজনের মধ্যে দুই বিচারক সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আগেই চূড়ান্ত করা হয়; কিন্তু তিনজনের বাকি একজন বিচারক নির্বাচন নিয়েই চলছিল জটিলতা। অবশেষে এবারের প্রতিযোগিতার মূল তিন বিচারকের একজন হয়েছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। তিন বিচারকের বাকি একজন হিসেবে দুই বোন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবীর নাম শোনা গিয়েছিল। এ প্রসঙ্গে নিজের অনুভূতিতে ফাহমিদা নবী বলেছেন, 'এ ধরনের প্রতিযোগিতার বিচারক হওয়াটা অনেক গর্বের। গতবারও আমি বিচারক হিসেবে দায়িত্দ্ব পালন করেছি। তবে মূল বিচারক হিসেবে নয়। এবার কাজের পরিধিটা আরো বাড়ল। সেই সঙ্গে দায়িত্দ্বও বেড়েছে।'
মূল তিন বিচারক চট্টগ্রামের অডিশন রাউন্ডে উপস্থিত থাকবেন বলে জানা যায়। চট্টগ্রামের পর কুমিল্লাতে অডিশন অনুষ্ঠিত হবে। তারপর পর্যায়ক্রমে ফরিদপুর, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ সিলেট এবং ঢাকায় প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।
প্রতিটি জেলার সেরা প্রতিযোগীদের ইয়েস কার্ড প্রদানের মাধ্যমে পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের জন্য ঢাকার ভিসা দেওয়া হবে। এবারের প্রতিযোগিতায় 50 হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিচ্ছেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




