ক্লোজআপ ১ এর প্রাই অনেক জাগার অডিশনএর ই আমি ঝলক দেখালাম। এখন পালা আমাদের রাজধানী ঢাকা এর।
ঢাকা তে প্রচুর পরিমান তরুণ শিল্পী আছেন, প্রায়ই দেখি রাস্তার পাশে, টি এস সি এর পাশে ছোট আয়োজন এ কনসার্ট চলছে। কারো বিয়ে তে গিয়ে গাওার শিল্পী দের ও অভাব নাই এই আমাদের প্রিয় ঢাকা তে।
তাই বলে ঢাকা এর অডিশনে সব থেকে বেশি আনন্দ পাই। এবং তার ই আজক প্রথম এক ঝলক দেখাব।
এই চালু হল পর্ব টি, প্রথম এ যা বললাম, তরুণ কিছু শিল্পী।
এই যে রাস্তার পাশে বসে গান বাজনা চলছে।
এই এলো আমাদের প্রিয় জুটি। পুতুল এবং সায়েম।
প্রতিযোগীদের লম্বা লাইন। এবং পুতুল, সায়েম তাদের সাক্ষাৎকার নিতে গিয়ে বেস্ত।
এই এসেছে আমাদের প্রথম প্রতিযোগী। দেখি অডিশন রুম এর বাহিরে ই গান করে সবার বিনোদন করছে, ভালোই।
সবাই কে অনেক ধন্যবাদ এই ব্লগ টি দেখার এবং পরার জন্য। কাল আমি ঢাকা অডিশন এর আর কিছু মজার ছবি শেয়ার করব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




