ক্লোজআপ ১ হচ্ছে বাংলাদেশ এর সব থেকে ভাল সিঙ্গিং শো, সত্যি কথা হচ্ছে যে বাংলাদেশ এ যে এত ট্যালেন্টেড শিল্পী আছে এটা আমার মত অনেক এর ই জানা ছিলনা । কিন্তু ক্লোজআপ ১ দেখার পর সবাই দেখি গর্বে।
মাইমান্সিঙ্ঘ এর মত ছোট শহর এ ও অনেক ভাল তরুন শিল্পী বাছাই করতে পেরেছে ক্লোজআপ ১। এবং তা অনেক গর্বের জিনিস।
মাইমান্সিঙ্ঘ এর এপিসোড এর ঝলক –
শো সুরু হয়ে গেছে এটা বুজা যাই পুতুল কে দেখে।
এই আমাদের প্রথম প্রতিযোগী, তার নাম অনেক বড়, ছোট করে বললে ‘আল-ইস্লাম’ কিন্তু তার নাম এর চেয়ে বড় কথা হচ্ছে যে সে মুজিক এর উপর হনারস করছে। বিচারক দের তার কাছে থেকে অনেক আশা আছে।
বিচারক রা আল-ইস্লাম এর গান সুনে সন্তুষ্ট হতে পারেনাই। এবং ইয়েস কার্ড দেন নাই।
এই এল আরেক প্রতিযোগী, তিনি ও গান এর উপর পরা লেখা করছে।
একে তো বিচারক রা বলছে যে শুধু গান এর উপর পড়া লেখা নয়, গান কে বুজে মন দিয়ে গাইতে হবে ক্লোজআপ ১ এর জন্য।
আর দেখতে পরতে থাকুন আমার ব্লগ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




