ক্লোজআপ ১ যে কত জলদি আগাই জাইতেছে। এই কিছু দিন আগে চালু হইল এবং এখন তো দেখি জনতা কেই বিচারক বানাই দেওয়া হইসে এত তারাতারি। কিন্তু এটা ভাল, জনতা ই বেছে নিবে এদের মদ্ধে ভাল কোন বিজয়ী।
কিন্তু এদের মদ্ধে আপনি কাকে ভোট দিলেন? একটু জানান। কারন কিছু ক্ষন পর ই তো ফলাফল দেখান হবে। তো আপনাদের কমেন্ট এর মাদ্ধমে আমি বেছে নিব যে কে কে আজ বাইর হবে।
এবার ভতিং এর পাগলামি প্রথম বার দেখতে পারলাম। আগে তো এস এম এস এ কিছু বুজা জাইত না যে এত পাগলামি ও হয়।
ফেসবুক এর পেজ এ দেখি পাগল এর মত পাব্লিক প্রতিযোগীদের নাম লিখতেছে।
আবার অনেক জন তো নিজের ভোট পাওার জন্য ফেসবুক এ পেজ খুলে বসে আসে। দেখি কি হয়। কে বাইর হয়।
দেইক্ষেন আজকে রাত ৯,১৫ তে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




