
গেল সপ্তাহে বহুল আলোচিত বিষয় শিক্ষার উপর ভ্যাট আরোপ নাটকের যবনিকাপাত ঘটলো ৷ যারা সচরাচর প্রিন্ট মিডিয়া , ইলেকট্রনিকস মিডিয়া এবং ভার্চুয়াল জগতে চোখ রাখেন তারা নির্দ্বিধায় স্বীকার করবেন সরকার কর্তৃক শিক্ষার উপর ভ্যাট আরোপ করার ঘোষণা এবং তার বিপক্ষে ছাত্রদের আন্দোলনটি ছিল এ বছরের গণমাধ্যমগুলোতে সেরা টপিক। পেট্রল বোমা, সন্ত্রাস ও জ্বালাও পোড়াও ছাড়াও অহিংস আন্দোলন করে সরকারকে টলানো যায় এটি তার জ্বলন্ত উদাহরণ। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভ্যাট বিরোধী ছাত্র -ছাত্রীদের শান্তিপূর্ণ ও স্বতস্ফুর্ত আন্দোলনের প্রতি বিভিন্ন মহলের নৈতিক সমর্থন ছিল প্রনিধানযোগ্য। এটি বলার অপেক্ষা রাখে না যে,ছাত্রদের দাবীর প্রতি জনগনের সম্পৃক্ততা থাকার কারণেই সরকার তার নেয়া সিদ্ধান্ত থেকে ইউ টার্ন দিতে বাধ্য হয়েছে। যদি আমারা নৈতিক দৃষ্টি কোন থেকে ছাত্রদের দাবিটি বিচার বিশ্লেষণ করি তাহলে পাল্লার ভারী অংশটি তাদের অনুকূলেই দৃশ্যমান হয়৷ যেখানে সমাজের উচ্চ মুনাফা লাভকারী ও বেতনভুগী তাদের বিশাল আয় থেকে যৎসামান্য কর প্রদান করতে অনীহা প্রকাশ করে এবং সত্যিকারের আয় গোপন করে কর ফাঁকি দেয়, সেখানে সরকার কর্তৃক আরোপ করা ভ্যাটের বোঝাটি ছাত্রদের উপর লাঙ্গল ও জোয়াল চাপিয়ে দেয়ার সমতুল্য বৈকি। আসলেই আমরা অদ্ভুত এক জাতি যখন দেখি মুষ্টিমেয় কিছু দাগী, দুর্বৃত্ত রাস্ট্রের কোটি কোটি টাকার অস্থাবর, স্থাবর ও সম্পদ লুটে নিচ্ছে তখন আমরা ভাষা হারিয়ে ফেলি। উপরন্ত রাস্ট্রের প্রাপ্য কর প্রদানের ক্ষেত্রে সংকীর্ণতা ও কৃপনতা প্রদর্শন করি৷
যাইহোক ধীর্ঘদিনের সফল আন্দোলনের ফসল ঘরে তুলে এখন তারা রিলাক্স করছে। রিলাক্স করার অর্থ বিনোদন। আর যাতে বিনোদন বেশী উপভোগ্য সে জন্য আজ সামুতে নিয়ে এলাম ভ্যাট ও ট্যাক্স মুক্ত মুভি দেখার ভাল কয়েকটি সাইট। আশাকরি ভ্যাট ট্যাক্সমুক্ত মুভি ও সময়গুলো সবার কাছে উপভোগ্য হবে৷
Yaske

Sipeliculas

Peliculas21

Pelis24

Cine Calidad

PelisHD

RecPelis

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




