যখন ফোনে বন্ধুর কণ্ঠটি শুনছি ততক্ষণে সবাই পড়ি মড়ি মগবাজার কাজীপাড়া লেন এর দিকে দে ছুট। আর আমি এদিকে আজ নাইট শিফটের অফিসে বসে অপেক্ষা করছি 'অবশেষে নরঘাতক গ্রেপ্তার' শুভ সংবাদটির জন্য।
আগামীকাল জামায়াতের মজলিশে সুরা উপলক্ষে আগত সারা দেশের বিভাগীয় নেতাদের এক হতে না দেয়াই সরকারের পরিকল্পনা।
ব্লগ পোস্টটি লেখার মাঝপথে সাংবাদিক বন্ধুর মোবাইল থেকে মেসেজ এলো, 'বাসার দিকে এই মুহুর্তে রওয়ানা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কয়েকটি দল। আজ রাতেই গো. আ.কে গ্রেপ্তার করা হতে পারে; আমরা প্রায় নিশ্চিত।'
এই নিয়ে একটু পর হয়তো কোন না কোন অনলাইন নিউজ সার্ভিসের লিংক শেয়ার করা যাবে। অপেক্ষা করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১১ রাত ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




