গতকালকে কলেজের কয়েকজন ফ্রেন্ড মিলে ঠিক করলাম রাতারগুল ঘুরতে যাবো, সিলেটে। বাট ডেইট টা ফিক্স করতে পারিনি। আজকে ডেইট ফিক্স করে এক ফ্রেন্ড ফোন দিয়ে জানালো দুই দিনের ট্যুর্।
-২৮ ও ২৯ জুন।
-২৮,২৯???? আমারতো ওই দুই দিন অফিস আছে রে
-দোস্ত, ম্যানেজ কর যেমনে পারিস।
-আচ্ছা ঠিক আছে। অফিসে বলবো ফ্রেন্ডের বিয়ে, ছুটি লাগবে দুই দিনের্।
-এইতো বুদ্ধি বের হইছে। ওকে বাই দোস্ত।
--ওকে বাই।
ঘন্টাখানেক পর ভার্সিটির এক ফ্রেন্ড দিয়ে বললো : দোস্ত, ২৮ তারিখ আমার রিসেপশন। তোর কিন্তু আসতেই হবে।
-২৮ তারিখ??????? নাআআআআআআআআ
তারও কিছুক্ষণ পর অফিসের কলিগরা জানালো ২৮ তারিখ নাকি অফিস ট্যুরে ঘুরতে যাবে, সারাদিনের জন্য। এইডা কিছু হইলো???? সবকিছু কেন ২৮ তারিখেই হইতে হইবো????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




