হ্যা। অনেকদিন পর। প্রায় ছয় সাত মাসতো হবেই। কেন জেগে ছিলাম? একটা কাজ ছিল! না, সন্দেহজনক কিছু নয়। সিরিয়াস কিছু!
মাথাটা ঘুরতাছে এখনো পুরোদিনটা পরে আছে,
জীবনটা মনে হইতাছে মাটি মাটি!
তাই হাতে কলম থুক্কু ল্যাপটপ তুলে নিলাম,
শুরু করলাম আবোল তাবোল বল্গানি!
কবি ভাইয়েরা মাইন্ড খাইয়েন না,
আমি স্রেফ লিখি, নই কোনো জাতের কবি!
অনেক হয়েছে,
এবার আসি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




