অনেকের মনেই প্রশ্ন জাগে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকতে আরেকটি কেন?
আমার কেন যেন মনে হয় দুর্নীতিকে গ্রহনযোগ্য এবং ইহার ব্যাপ্তি তরান্বিত করতেই এর আয়োজন।
তিনটি আন্ত: বিমানবন্দরই দুর্নীতির আখড়া এবং ঘোযখুরের দলে পরিপূর্ণ।
সরকারকের দেয়া একটি যুক্তিও গ্রহনযোগ্য নয়।
মানুষ মারা এবং মামলা যেন সরকারে দৈনিক কার্যাবলির মধ্যে অন্যতম।
কি কপাল নিয়ে যে জন্ম নিলাম, হিটলারের সময়কালও মনে হয় হাসিনা খালেদার শাসনামল থেকে ভাল ছিল!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




