একসময়ের বীরের জাতি আজ মহাচোরের জাতিতে রুপান্তরীত। আমর মনে যখন যা আসে যদি লিখতে ইচ্ছা হয়, তাই লিখি। হোক সেটা অল্প কিংবা বিস্তর। কিন্তু আমি বরাবরই বলি আমি অতি সাধারণ একজন মূর্খ ধরনের মানুষ, তাই নিজের মনের ভাব বা মনের কথাও যে আজকাল মানুষ নকল বা কপি পেষ্ট করে সেটা আবার এত প্রচুর পরিমানে সেটা কেন এটা বুঝতে পারছি না!!! নিজের চিন্তা চেতনাও যদি নিজের মত করে প্রকাশ করার যোগ্যতা অথবা ক্ষমতা না থাকে তাহলে সেটা না করাই উচিৎ। আরেক জনেরটা চুরি বা কপি করতে হবে কেন? দেশের সবক্ষেত্রই কম বেশী চোরের দখলে, কিন্তু মুক্তচিন্তার ও বিকাশের স্থান ব্লগও যে এভাবে ধীরে ধীরে চোরের দখলে যাবে এটা তো কল্পনাও করিনি!!! একযুগের বেশী হবে আছি সামুর সাথে, আগে চুরির অভিযোগ শোনা গেলেও এমন মাত্রাতিরিক্ত ছিল না... কিন্তু ইদানিং দেখছি সেটা ক্রমশ বেড়েই চলেছে। আসলে চুরি তো আমাদের রক্তে ঢুকে গেছে তাই, সেখানেই যাই চুরির স্বভাব আর ছাড়তে পারিনা। আর কথায় তো আছেই চোরের স্বাক্ষী গাটকাটা, একচোর তো আরেক চোরকে নিজের স্বাথেই সমর্থণ করবে, এর আর এমন কিছু না। তবে সবকিছুতেই ভাল খুঁজতে হয়, আর এই চুরির ভাল দিক হলো আমার মতে, যে লেখা গুলো কপি পেষ্ট হয় চোরেরা তো সে লেখা গুলো পড়ে, তারপর তার মর্মার্থ বোঝে এবং শেষে কপি পেষ্ট করে। তাতে তার জ্ঞান তো একটু হলেও বাড়ে তাই না? যেমন ছোট শিশুরা বড়দের নকল করে যাতে তাদের দৃষ্টি আকর্ষণ করে বাহবা পাওয়া যায় ,তেমনি এই চোরা ব্লগার মানে চোগ্লাররা ও একটু বাহবা পাওয়ার জন্য পরের ধনে পোদ্দারী করে এটা তেমন দোষের কিছু না। ছোট গাছ যেমন একদিন বড় হয়, তেমনি চোগ্লারও একদিন না একদিন চুরিলব্ধ জ্ঞান থেকে আসল ব্লগার হয়ে উঠবে। চোগ্লার মুক্ত পরিচ্ছন্ন সামুর প্রত্যাশায়, আর কামনা করছি এখানে সকলেই শিক্ষিত সভ্য মানুষ, নিজের অসম আচরণ দিয়ে আপনার পরিবারকে ছোট করবেন না। সকলের মঙ্গল প্রত্যাশায়, ভাল থাকবেন সবাই।




অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



