
আজ পবিত্র ঈদুল ফিতর। মনে হয় বহু বছর পর রমজান মাস সম্পূর্ণ ৩০ দিন পার করলো। এতে একদিনের জন্যে যেমন রমজানের রহমত ও বরকত বৃদ্ধি পেল, তেমনি এই ৩০ দিনে মাস পুর্তির কারনে আমার জন্মদিন ও ঈদুল ফিতর একদিনে হবার সুযোগ হলো। আর সে জন্য আপনারা যারা স্বউদ্যেগে ও সাড়ম্বরে ভাল ভাল খাবার মানে পোলও, বিরিয়ানী, কালিয়া কোফ্তা রান্না করে আমার জন্মদিন উৎযাপন করছেন, তাদের কাছে আমি চির কৃত্জ্ঞ, আমাকে আপনারা এতটা ভালোবাসে এমন ভাবে সম্মানীত করবেন, এটা ছিল আমার কল্পনারও অতীত।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২২ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



