এ কেমন অদ্ভুত আচরণ!!! যিনি আমাদের প্রধাণমন্ত্রী, যিনি দেশের আপামর জনগনকে প্রচন্ড ভালবাসেন, আর যাকে দেশের সাধারণ জনগনও ভালোবাসেন। তিনি আগামীকাল আমাদের বহুল প্রতিক্ষীত ও চরম আকাঙ্থিত স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করতে আসবেন, সে জন্য যেন সে এলাকার অধীবাসিদের জন্য একরকমের কারফিউ জারী করা হয়েছে। কেন রে ভাই নেতা বা নেত্রীকে একনজর দেখার বা তার সাথে সান্নিধ্য পাবার অধীকার কি একমাত্র তাঁর দলীয় অনুচর ও তাঁর নিরপত্তা বাহিনীর জন্যই বরাদ্দ নাকি?? দেশ যদি একটা পরিবার হয়, তাহলে রাষ্ট্রপ্রধাণ হলেন সেই পরিবারের প্রধাণ, মানে সরল করে বললে, বাড়ির বাবা অথবা মা, তাই নয় কি?? তাহলে বাবা/ মা বাড়ির একঘর থেকে অন্যঘরে যাবেন তার জন্য কি সন্তানদের বাড়ির মানে ঘরের মধ্য অবরুদ্ধ হয়ে থাকতে হবে নাকি!!! পিতামাতা যদি সন্তানের কাছেই নিরাপদ বোধ না করেন, তাহলে আর কার কাছে নিরাপদ থাকবেন?? এমন অভাগা মাতাপিতা হওয়া কি আদৌ কোন গর্বের বিষয়!!! এখানেই আবার প্রমানীত হলো, মানুষ নিজেকে মুখে মুখে যতই জনপ্রিয় বলে প্রচার করুক না কেন, সত্যিকারে জনপ্রিয় হওয়া অত সহজ নয়… হতে পারেন তিনি বঙ্গবন্ধুর অতি আদরের কন্যা, কিন্তু তিনি বঙ্গবন্ধু নন, আর কেউ মানুক আর নাই মানুক, তাঁর পিতার মানে বঙ্গবন্ধুর জনপ্রিয়তার সিকিভাগও তিনি অর্জন করতে পারেন নাই…. যা, খুবই হতাশা ও দুর্ভাগ্যজনক জাতির জন্য। জনগনের কষ্ট লাঘবের জন্য যে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান, তাতে যোগদান না করেও যদি এমন কঠোর বিধিনিষেধের মধ্যে পড়ে ভোগান্তী পোহাতে হয় ঘরে থেকেও, এর চেয়ে লজ্জা জনক আর কি হতে পারে সেটাই এখন চিন্তা করছি...
আগামী কালকের বিধিনিষেধ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



