দোলযাত্রা বা হোলি উৎসব এবং রমজান মাস উভয়ই আসন্ন, দু’একদিন পরে হোলি, আর ১৭/১৮ দিন পরে রমজান..। দোল উৎসবে সবাই যখন আবির রঙে মাতে, তখন সবাই একে অপরকে ভালবেসে আবির মাখিয়ে দেয়। কিন্তু অনেকেই এই আবির খেলা বা হোলি খেলাতে অংশ নেনে না, কারণ তাদের পোশাক, ত্বক অথবা চুল নষ্ট হয়ে যাবে বলে.. কিন্তু তাদের হাজার আপত্তি সত্বেও তাদের আবির মাখানো থেকে কেউ বিরত থাকেন না... উপরোন্তু আবির মাখিয়ে দিয়ে বলেন, “ বুড়া না মানো হোলি হ্যায়” মানে, মনে কিছু করবেনা না আজ হোলি বা দোল উৎসব...। বর্তমানে বাজারে সব নিত্যপন্যের দামই বলতে গেলে আকাশ ছোঁয়া। দাম বাড়াতে তাদের রয়েছে নানান অযুহাত, কোনভাবেই তাদের বাগে আনা যাচ্ছে না...। আর তার উপর রমজান আসন্ন, এ মাসে তো দাম বাড়াতেই হবে.. না হলে কি আর চিরায়ত ঐতিহ্য বজায় থাকে বলুন..। তাই যে যাই বলুক, আর যে যাই করুক, ”দাম বাড়ানা তো বানতাহেই বস,..” কারণ, “ বুড়া না মানো ইয়ে তো রমজান মাস হ্যায়”....



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



