![]()
তোমার মতোই অভিমানের চাদর পরে আছে চাঁদ
মনে হচ্ছে কত দূর, ফিকে জোছনায়
সয়লাব বন পাহাড় সমুদ্দুর
ঢেউয়ের মতো মেঘ পাড়ি দিয়ে আসে তার রোশনাই
শ্রাবনের এরাত, বাতাসের হিম আর
জোছনার কুহেলী- হৃদয় বাজে
শূন্যতার মতো অসীম হয়ে-
প্রকৃতি কি এক অচেনা রূপে সাজে!
যারে চিনি আমি বহুদিন, আবার তারেই চিনি না
এ ব্যর্থতার ভার পারিনা আর সইতে
সহনের সহ্য সীমা গেছে ছিড়ে, মিছে অভিলাষে
বেঁচে আছি, অবশিষ্ট আর কিছু নাই কইতে
বেঁচে আছি কেবলে বেঁচে থাকতে হয় বলে
ইচ্ছে হয়না আর এ জীবনের ভার বইতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



