মোহাইমেন এর এই পোস্টটি দেখে হঠাৎ শয়তানি বুদ্ধিটা মাথায় আসলো
শয়তানি বুদ্ধিটা তেমন কিছুই না । শুধু ব্রাউজারে এই উইজেট টা ওপেন করে উপরের ছবি অনুযায়ী অটো রিফ্রেস দিয়ে রাখবেন । এখন আপনি নিশ্চিন্তমনে আপনার অন্য কাজ করতে থাকুন। অটো রিফ্রেস টাইমার অনুযায়ী একটু পরপরই ঐ উইজেটটি ভিজিট হতে থাকবে এবং তার সাথে সাথে ভোট ও দেয়া হতে থাকবে ।
তো শুরু করে দিন ভোট প্রদান
**ইন্টারনেট এক্সপ্লোরার এ এই ফ্রী এডঅন টি ইন্সটল করে নিয়ে অটো রিফ্রেস টাইম সেট করে নিন।
**আপনার ফায়ারফক্স এ এই এডঅন টি ইনস্টল করে নিন। তারপর একটা ট্যাবে এই উইজেট টি ওপেন করে পেইজের সাদা অংশে রাইট ক্লীক ছবি অনুযায়ী অটো রিফ্রেস টাইম সেট করে নিন।
** আপনার অপেরা ব্রাউজারটিতে উইজেট টি ওপেন করে রাইট ক্লীক করে ছবি অনুযায়ী অটো রিফ্রেস টাইম সেট করে নিন।
পাঠকরা সবাই যার যার প্রিয় পোস্টে এই পোস্টটারে রাখেন যাতে অন্যরাও এই সহজ পন্থায় ভোট দিতে পারে বাংলাদেশরে
কর্তৃপক্ষ অযথা কমেন্ট ব্যান করছে আমার ।
তাই কারোরে আর কিছু কইতে পারমু না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


