আমি পুরাই বেকুব হয়ে গেছি আপনাদের কমেন্ট দেখে। আপনারা শুধু শুধু আমাকে ভুল বুজছেন। আসলে আমি কোন নারী ব্লগারকে খারাপ কিছু উদ্দ্যেশ্য করে কিছু বলি নাই। আমি শুধুমাত্র মজা করার উদ্দ্যেশ্যে ই ১৫ নং কমেন্টের উত্তর এই ভাবে দিসিলাম।
আমি এর জন্যে আপনাদের সবার কাছে আন্তরিক ক্ষমা প্রার্থী।
বিশেষ করে সালমাহ্যাপী, আপনি আমাকে ভুল বুজবেন না। আমি আপনাকে খারাপ কিছু মিন করি নাই। তবুও আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী আপনাকে অনিচ্ছাকৃত কষ্ট দেয়ার জন্যে।
this is the previous post of mine
সবারে উদ্দ্যেশ্যে আমি একটা কথা ই বলব, আমি গত ৩ বছর ধরে নিয়মিত ব্লগ পরছি। অনেক ক্যাচাল আমি দেখেছি এই সামুতে। একদিন আমিই যে এই ক্যাচাল এ পরব তা ভাবিনি।
দীর্ঘদিন পাঠক থাকার পর কিছু দিন আগে আমি ব্লগার হিসেবে আত্নপ্রকাশ করি। আমার ব্লগিং ক্যারিয়ারের এই ছোট সময়েই আমি আপনাদের কাছে একজন বিতর্কিত ব্লগার হিসেবে পরিচিত হলাম। এটা আমার কাছে খুব কষ্ট দায়ক।
আমি আপনাদের সবার কাছে নি:শর্ত ক্ষমা চাই।
আপনারা যদি আমাকে ক্ষমা করে কমেন্ট না দেন তাহলে আমি ব্লগিং ছেড়ে দিব।
আমি পাঠক ছিলাম, পাঠক ই থাকব। দরকার নাই ব্লগিং এর।
খোদা হাফেজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




