আমরা সবাই কম বেশী ধৈর্য্যশীল-
তবে কেন আমরা একে অপরের প্রতি সহমর্মী হব না ? আসুন- আমরা আমাদের সবাইকে বুঝতে চেষ্টা করি।
একমাত্র সহমর্মীরাই পারেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে।
মহামানবেরা আমাদের সে শিক্ষা ই দিয়েছেন-একে একে আমরা যদি দেখি - নবীজী , মহামতী বুদ্ধ, হেলেন কেলার, মহাত্মা গান্ধী সহ আরো ও অনেকে। এরা সকলেই কিন্তু নিজের দিকে না তাকিয়ে ান্যকে অগ্রাধীকার দিয়েছেন, তাই তারা সবসময়ই স্মরণীয় এবং বরণীয় হয়েই থাকবেন।
আসুন আমরা সবসময় একে অপরকে প্রাধান্য দেই - সুন্দর ভবিষ্যৎ গড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




