অনেগ্দিন হল ব্লগে আসি না। অধুনা মাইনাসের বন্যায় ভেসে যাওয়া স্টিকি পোস্ট প্রত্যাহারে বাধ্য হওয়া একজন ব্লগারকে রাজাকার বলায় বোধিসত্তের কমেন্ট ব্যান হয়ে যায়, ব্লগার পরিমাপক স্কেলে সেফ জোন থিকা ডেঞ্জার জোনে ঢুকে যাই।
আজ লগইন করে দেখলাম, কর্তৃপক্ষ আবার আমাকে সেফ জোনের অন্তর্ভূক্ত করেছেন। এজন্য তাদেরকে কৃতজ্ঞতা জানানর ভাষা আমার জানা নেই। তবে এই সেফ ব্লগারের মুখ এখনও বন্ধ, অর্থাৎ সেফ হলেও মন্তব্য কর্তে পারি না।
মাননীয় কর্তৃপক্ষ এই ব্যাপারটায় সদয় দৃষ্টিদান (চুরি অর্থে না) করিবেন আশা প্রকাশ করি।
কর্তৃপক্ষকে মেইল না করে পোস্ট দেয়ার অর্থ আমব্লগারদেরকে কৃতজ্ঞতা জানানো। সবার সম্মিলিত প্রচেষ্টায় ব্লগ এখন অনেকটাই রাজাকারমুক্ত। যে দুয়েকটা চীল-শকুন আছে, ওগুলাও লাথির উপ্রেই আছে। রাজাকারমুক্ত সামহোয়ারিন সমৃদ্ধ হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


