"দেখো মানুষেই ধ্বংস করছে
মানুষের পৃথিবীকে
মানুষই চাইছে
আধিপত্য বিস্তার করতে (২)
এই মানুষই চাই, যুদ্ধ না হোক
এই মানুষই চাই, পারমাণবিক বোমা হোক" (২)
৩০/০৫/২৪ খ্রিঃ
লেখাঃ নয়ন বড়ুয়া
সুরঃ AI দ্বারা তৈরি
গায়কঃ কে গাইলো নিজেই জানি না
ইউটিউব লিঙ্কঃ https://youtube.com/@nayan.barua.
অথবা নিচের লিঙ্কে ক্লিক করুনঃ Click This Link
বিঃদ্রঃ AI দিয়ে নিজের লেখা দিয়ে একটা গান তৈরি করতে বলেছিলাম। পুরাই সারপ্রাইজ করে দিলো..
তবে এইখানে যেমন সুবিধা আছে, ঠিক তেমনি অসুবিধাও আছে, আর তা হলো, আমার করা অর্জিনাল সুরটা দিয়ে এই গানটি করতে গেলে, নিজের করা সুরটা আর তেমন ভালো লাগছে না। যা নিজের মেধাকেই ভুলে যাওয়ার মত অবস্থা। যেমন আমার ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে। যেহেতু নিজেই সুর করতে পারি, নিজের গানে, নিজের লেখায়, তাই আর চাইবো না, AI দিয়ে আর কোন গান হোক...
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২৪ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


