ব্যাকআপ নিতে করতে প্রথমে Account Settings page এ যান :
https://register.facebook.com/editaccount.php
তারপর পেজ ওপেন হবার পর এখানে যান :
Download a copy of your Facebook data.
ডাউনলোড বাটনে ক্লিক করার পর ডাউনলোড করার জন্য আপনাকে ফেইসবুক কর্তৃপক্ষ একটি ই-মেইল পাঠাবে। তারপর ডাউনলোড করুন যা করলে আপনি অন্তত হ্যাকারের আক্রমণে ফাইল নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচবেন।
আপনার ডাউনলোডকৃত ফাইল আসবেঃ
আপনার বৃত্তান্তের তথ্য
দেয়ালের পোষ্ট সমূহ
আপনার এবং আপনার বন্ধুর আপলোড করা ছবি ও ভিডিও ক্লিপ
আপনার বন্ধুদের তালিকা
আপনার নোটকৃত তথ্য
আপনার অনুষ্ঠান সমূহের সময়
আপনার ও আপনার বন্ধুর কাছ থেকে আসা ম্যাসেজগুলো
এবং আপনার সকল মন্তব্য ও আপনার আপনার বন্ধুর দেওয়ালে আপলোড করা আপনার ছবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




