‘ডাকু’ মাছি বা ফলের মাছি একটি সবজির পোকা। প্রজননকালে এরা সবজি ও পাকা ফলের গাছে লার্ভা ছেড়ে দেয়, যেগুলি ধীরে ধীরে সবজি ও ফলের মধ্যে ছড়িয়ে পড়ে। লার্ভা থেকে মুককীট বের হওয়ার সময় ফল ও সবজি নষ্ট হয়ে যায়।মিষ্টিকুমড়া, ধুন্দল, চিচিঙাসহ বিভিন্ন জাতের সবজি এদের আক্রমণের শিকার। এ মাছি কোনো এলাকায় ছড়িয়ে পড়লে অর্ধেকের বেশি ফল ও সবজি নষ্ট করে ফেলে।
প্রথম এ মাছি দেখা যায় গত মাসে সাভারের গণকবাড়ি এলাকায়। বাংলাদেশে এর আগে এদের দেখা যায়নি। এদের প্রতিরোধ করার কোনো প্রযুক্তিও এখনো বের হয়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিষয়ে এখনো কিছু জানে না।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কীটজীব প্রযুক্তি বিভাগের ড. মাহফুজা খান রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক পদ্ধতি ব্যবহারের পক্ষে মত দেন। এ পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা চলছে।
সূত্র: দৈনিক প্রথম আলো, ০৫/০৯/০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




