সীমাহীন দুনী॔তি ও ভেজালের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে আমাদের জীবন৷ নিম্নমানের, মেয়াদোত্তীণ॔, বাসি পচা খাদ্যদ্রব্য খোলাবাজার থেকে শুরু করে নাম করা হোটেল রেস্তোরাঁয় পয॔ন্ত অবাধে সারা বছর বিক্রি হচ্ছে৷ এসব দূষিত ও বিষাক্ত খাবার খেয়ে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে৷
কোথায় নেই ভেজাল! খোলা বাজারের দোকানে, সস্তা রেস্টুরেন্টে, কনফেকশনারিতে, মুদির দোকানে, চাইনিজ রেস্টুরেন্টে, হাসপাতালের ক্যান্টিনে, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে, ফলের দোকানে, ফাস্ড ফুডের দোকানে, রুটি তৈরির কারখানায় এমন কি সচিবালয়ের বেকারি ও ক্যান্টিনেও যার তালিকা দিয়ে শেষ করা যাবে না৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




