এই কবিতাটি আমাকে নিয়ে ধ্রুব'র লেখা এবারের 8 ফাল্গুনে। আমার কাছে কবিতাটি যেমনই লাগুক, আপনাদের কাছে কেমন লাগল?
শহীদের উপলদব্দি
----------------ধ্রুব
[উৎস্ট্বর্গ তাদের 52'র ভাষা আন্দোলনে শহীদ যাদের নাম আমাদের জানা হবে না]
মনে পড়ে তোমার অধরা
উদর্ুতে তোমায় বলেছিলাম 'মহব্বত'
তুমি অভিমান চোখে বলেছিলে,
উদর্ুতে কেন?
জবাব খুঁজতে সেই কেনোর,
মায়ের ভাষা আনতে ফিরিয়ে
শরিক হলাম মিছিলে
হানাদারের হিংস্র বুলেট আমার হূদপিন্ডে
গেঁথে দিল নির্মম একটা মৃতু্য
ওটা আসলে মৃতু্য নয়, একটা সৃদ্বি
লাল রক্ত কি নিপুন
একেছিল 8 ফাল্কগ্দুন।
কত সবুজ মনোহর বাংলায়
বাংলা ভাষায় কথা বলা পথচলা
আজ, এক সীমাহীন অল্পব্দকারে ঢাকা
কন্টকাকীর্ণ স্ট্বদেশ
চারিদিকে নদ্ব রাজনীতির ছেলেখেলা
পত্রিকায় শত শত মৃতু্যর নীলনকশা
তোমরা কি করছো এখন?
পারোনা করতে বুলেটকে মৃতু্যশীতল সংগ্রামের বীজ
সোডিয়ামের আলোয় লালকে কাল বলে
করতে পার ভুল!
কিল্পস্নু একুশের লালকে
তোমরা কি পারবে ভুলতে?
আজ, 54টি বছর পর, তোমাদের
অমর একুশ, আল্পর্স্নজাতিক মাতৃভাষা দিবস
জানি অধরা তুমি আসবে ফুল হাতে
শহীদ মিনারে শাদা শাড়ীতে
জানিনা কিসের টানে
বাংলা নাকি আমার!
বিদায়ে আজ তোমায় বাংলায় বলি
ভালবাসি---ভালবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



