সরকার চালাচ্ছে আওয়ামী লীগ ।
চার বছরের কোপাকুপিতে অভিজ্ঞ ছাত্রলীগ-যুবলীগ ।
পুলিশ-র্যা ব-বিজিবি-গোয়েন্দা সংস্থা তাদের হাতে ।
আওয়ামী লীগের বি টীম হিসেবে মাঠে আছে সেক্টর কমান্ডার্স ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর মত নানা সংগঠন ।
সরকারী হরতালে অচল ও অবরুদ্ধ ঢাকা ।
এর পরও যদি হেফাজতে ইসলাম ( কারো কারো মতে জামাতে ইসলাম ) ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে এই ধরনের কোন সমাবেশ করতে পারে
তাহলে লীগের কর্মী সমর্থকদের উচিত -
কেঁচি দিয়ে নিজেদের ইয়ে কেটে ফেলে শাড়ি - চুড়ি পরে নাচ গানের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করা ।
হেফাজতে ইসলামকেস্বাধীনতা বিরোধী শক্তি বলে বিশ্বাস করলে এদের আর কোন নৈতিক অধিকার নেই নিজেদের স্বাধীনতার স্বপক্ষ শক্তি বলে দাবী করার ।
যতসব নপুংসকের দল ..................
** কোন হাম্বা বিন্দু মাত্র ত্যানা প্যাঁচানোর চেষ্টা করবে , সাথে সাথে লাইত্থাইয়া খোঁয়াড়ে ভরা হবে ।
*** ছবিগুলো গুগল থেকে নেয়া ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



