যা কিছু এলোমেলো আছে ,
গুছিয়ে রাখতে চেয়েছি ।
যে পাতা ঝ'রে যেতে চেয়েছে ,
তার সাথে দুটো কথাও বলে নিয়েছি ।
এখন বেরিয়ে পড়ার কাল ।
কখনো থামতে হবে জানি ।
কিছুটা চলা হোয়ে যাক তার আগে ।
এই সব ছাই পাঁশ ভেবে , ছুঁয়ে আছি
বাতাস লাগা পাল ।
হ্রেষায় কেঁপে ওঠা মেঘ
আমার কপাল ছুঁয়ে যায় ।
শুধু তুই এখনও ভরসা কোরে
একটা তিলক এঁকে দিলি না ।
আমি তিলক বিহীন হেঁটে গেলে ,
তোর বুঝি মান বাড়বে খুব ?
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১০ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




