এইখানে শেষ হ'ল সব,
পথ ও বাতাস।
ক্ষুদ্র হ'য়ে আসে চেনা সম্ভাবনার মোম ।
এখন পাহাড়ের পথে ,
আমরা দুই জনে একলা হাঁটি ।
এভাবে কিছু শুরু হয় না ।
না রে ?
তবে যে তোর চুলে এত মেঘ জড়ায় ?
তবে যে এসেছি এই মেঘমা গ্রাম ?
এখানে গায়ে অন্য কোনো আলো ।
অন্য আলো তোরও গাল ছোঁয় ।
পিছনের পথ ফেরার চিহ্ন হারা ,
অগোছাল ঘরে ঘুমোচ্ছে বিশ্রাম ।
কি নামে ডাকে আমাকে বন্ধুরা !
তুই ডেকে দেখ্ অন্য একটা নাম ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




