কতকালের পরমাত্মীয় শব্দ , বর্ণের ভিতর ,
ছায়া ফেলে , রন্ধনশালের অবাঞ্ছিত মার্জার ।
ফুলমনি তার নাম রাখে দ্বিধা ।
সরল হোয়ে এল বুঝি , ধাঁধা ?
যেমন ভাবে রইলাম এতকাল ,
অর্থাৎ যতটুকু আমি অদ্যাবধি ,
তারই আলিঙ্গনে , তুমিও তো দিব্বি
চেনা-জানা হোয়ে গেলে ,
নদী !
পারুলবালা ভাবে ,
আমি তোমায় বেশী আদর দি ।
কত জল ব’য়ে যেতে দিয়েছি বল ,
আমাদের শুভ্র রত্নরাজীর ভিতর ,
আশৈশব ।
তাই তো পড়ে থাকে সকল বৈভব ,
বিভাহীন ।
উজ্জ্বল মানবের সুবিদিত অনুভবের
নীল পান্ডুলিপি , ছুঁয়ে থাকি ।
তোমাদের হাতে তুলে দেব ,
দেখা হ’লে ।
এখনও শামীমা তার মানুষটা কে ,
আদর কোরে ,
পাগোল বলে ।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১১ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




