রাত ফুরিয়ে যাচ্ছে অন্য দিনে,
তোমার মুখ ঢাকছে রাঙা ধুলো,
ঘরে আসছে অবাঞ্ছিত ঝড়,
কি ভাবে যে বাঁচাই গেরস্থালি?
বেঁধে রাখছি প্রচীন গল্প গাথা
ঢেকে রাখছি নীলচে যত আলো,
কার গো ব্যাথা ভাসায় চরাচর,
হলুদ বনেই নাক ছাবি হারালি?
বন্ধ হয়নি আজও স্বপ্ন দেখা,
আলোর ঘরে ছায়ার অভিসার,
নদীর বুকে হঠাৎ জাগে মাটি,
কোথাকার জল কোথায় যে গড়ালি?
কবিতার মত বিনম্র কিছু রেখা,
ঝিম ধরে থাকে গুমোট বিকেল বেলা,
তুই ধরে থাক ছেলেবেলার হাত,
দূরের ট্রেন ছাড়ায় শরতলি।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৪ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




