কার পাখী,
ওড়ে, ওড়ে, ওড়ে?
কার মেঘ,
ইদানিং মুখ কালো করে?
চিঠি আমার ডাকঘর ছেড়ে গেছে গত বুধবার।
সুবাতাস তোমার ঘরে কথা কয়।
ভাল যাচ্ছে না মায়ের শরীর,
এখন অসময়।
শিউলী এনে দিয়েছি একথালা,
সেই কবেকার কথা মত।
বুকের ভিতরে তোমার,
একটা মোড়া থাকলে বেশ হোত।
দাঁড়ের ময়না বলে, নেই।
তাহার নরম চোখ যার দিকে মেলে রাখে,
সেও কি দেখে না তার দিকেই?
এমনই সব কথা, ভাব, অরণ্য, জলপ্রপাত,
কিছু থাক সবার জন্যেই।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৪ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




