মুহুর্তে বেষ্টন করে লতা,
মুহুর্তে পায়ের পাতা সবুজ।
তালুতে টলমল করে
উজ্জল জলবিন্দু এক।
কাফ মাসল্ জড়িয়ে উঠে আসে
কলমি লতার যৌবন।
আমাদের গলির নাম পালটে যায়,
বদলে যায় ঘোষাল বাড়ীর রং।
বনিবনা হয়নি বলে
ফিরে আসে ওদের বাড়ীর মেয়ে,
আমার মন ভাল হয়ে যায়
ওদের মন খারাপের চেয়ে।
লতায় ঢেকে যায় বুক ও গাল,
অতঃপর আমাকে পছন্দ করে ছাগলের পাল।
সকল সবুজ উদরস্ত হ'লে
ওদের সুখের নাদি ঝরে।
ধূসর আমার হাত
ধূসর হাতের লেখা,
শুধু ধূসর সন্ত্রাস।
মুহুর্তে বেষ্টন কর গো লতা,
মুহুর্তে কর পায়ের পাতা সবুজ,
তালুতে টলমল করুক
নবীন জলবিন্দু এক।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




