নদীমহাল
পিপাসার্ত নদীটা উলঙ্গ আজ
খুব বাজে লাগছে-
শরীরে পিন্দেছে ধূলোর শাড়ী
রোদ রঙা চুড়িতে চিক চিক মহুয়া
একটা নদীই তো
জীবন থেকে খসে যায় তবু
নচিকেতার গানের ঢঙে মিলে যেতো সুর
এক সময়,কুয়াশারা মচমচ করে নাচতো
আর সুপারি বৃক্ষের মতো ডিঙি উড়তো বাতাসে
জীবন থেকে এই নদী-নদীজনম জীবন
সমস্ত অস্বীকারের প্রেক্ষাগৃহে নাড়িয়ে যায়
রাস্ট্র অথবা রাজনীতিবিদ, মনে রেখে!

সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


