ঠোঁট সড়কে।। দ্বীপ সরকার

ঠোঁট সড়কে
চলন্ত ট্রেনের হুইসেলের মতো
মিনারে আযান ফোটে
এমন ভোরে
চিকচিকে দাঁতের পাশ দিয়ে
এক মুগ্ধকর রজনী চলে গেলো
কোথাকার হাত
পিপিলিকার মতো আমিদূর ছুঁয়ে
পরিচ্ছন্ন অভিনয়ে
ভেঙ্গেছে ঘুমের নদী
পরস্পর,ভীষণ রাক্ষুসে ভাষার চোখে
চুলের অগ্রভাগে
মিলিয়েছি রাত
বিযুক্তির চিহ্নের মতো
ঠোঁটে পরেছিলো মশৃণ টান
তবুও যদি, প্রেমের টান ধরে
হেঁটে যাই ঠোঁট সড়কে
বাকিটুকু পড়ুন












