কবিতা ।। বেদুঈন পাখিরা ।। দ্বীপ সরকার
বেদুঈন পাখিরা
এক অদৃশ্য ‘আলো’ আমার প্রিয়তমা। তার কাছে যেতে চেয়েছিলাম,যাইনি। যাওয়াগুলোকে-কে বা কারা আটকে দিয়েছে। অথচ,বনহংসিগণ যেয়ে-ফিরে এসেছে প্রথম বিশ্বযুদ্ধের মৃত্যুদুয়ার থেকে। এই যে, যাওয়াগুলো যায় আবার ফিরে আসে- জেনেও ,আমি আকাশ সাঁতরানো শিখিনি। পাখি হতে যেয়ে মেঘের সাঁতার দেখে আর পাখি হইনি। যদিও,পাখিরা মাড়িয়ে যাচ্ছে বি-২ জেডবিমান-
ইচ্ছেরা কেমন... বাকিটুকু পড়ুন
