তাবিজ ও ধানবীজ।। দ্বীপ সরকার

তাবিজ ও ধানবীজ
অলিক বিশ্বাসে পা রেখে আছি
খুব একান্তে,মোনাজাতে
কি আশ্চর্য আমরা!
পজিটিভে মিলিয়ে নিচ্ছি
২+২=৪
ঈশ্বর হেসে উড়িয়ে দেন অংক
তাবিজের ভেতর হাঁটি
ফকিরে রাখি হাত
ঈশ্বরে বিশ্বাস ঢেলে
ঘুমিয়ে যাই-
ধানতলায় ধানের আড়ৎ
মরিচতলায় মরিচ
খিদের সরল অংকে বিশ্বাস ঢোকেনা
বিশ্বাসে অংক নেই-খিদে নেই
জিকিরে নেই ধান
বাকিটুকু পড়ুন












