
নিষিদ্ধ শহরে
নিষিদ্ধ শহরের সব হাওয়ারা, হাওয়া নয়
ট্রাফিক লাইটারে স্ক্রিনিং হওয়ার মতো করে
কিছু হাওয়া ফেটে যায়,
এখানে স্তূপাকৃতির মতো জমছে অযুত প্রশ্ন
টগরের ভেতর দিয়ে ছুটছে গোপনের সড়ক
টুপি অথবা টুপিহীন-মানুষ অথবা মানুষহীন
বিবিধের ভেতর ফিরছে আশাহত পাখির পাল
নিষিদ্ধ নয়,কিংবা নিষিদ্ধের কাছাকাছি শহর
ধারে কাছে উনপঙ্খিরা নেই
ছাদদূরে পিপাসার্ত মেঘ নেই
তছলিমা নাসরিনের প্রশ্ন নেই
হাওয়ায় ফুটছে শুধু পশ্নের পরাগ
আজ এখানে,মৃত অন্ধকারের মতো
জেব্রাক্রোসিং অতিক্রম হয়
মানুষও রিক্সার মতো যান্ত্রিক পা তুলে নিয়েছে পায়ে
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


