
সার্কিট হাউজের কাকেরা
সার্কিট হাউজের কাক-
তুমি যে উড়তেই পারছো না,
ঘর ছেড়ে আলোকরশ্মির দিকে আসো
এই শহরে,যেখানে অন্ধকার
তারও অনেকপূর্ব দিকে যত যাবে
তোমার কেচিকাটা ঠোঁটের মাঝখানে রেখো
আমার এনেস্থিসিয়া চিবুক
তারপর কাফকা’র পোকারা যতটা
কাফকাকে জাগাতে পারেনি
তারচে’ ঢের বেশি আমাকে জাগাও
আমাকে উড়াও
উড়াতে থাকো
যে দিকে মন চায়
তারপর
সার্কিট হাউজ ফাঁকা হলে
শহরের মানুষগুলো মারা গেলে-
আমাকে নগ্ন করতে পরো
ঠুকরে ঠুকরে খেতে পারো আমাকে
যেরপ কাক সময়কে অহর্ণিশ ঠুকরাচ্ছে
আমার গভীরে হেলে পড়েছে সন্ধা
রিরংসার কুহুকে উড়ছে কাক
ধস্তাধস্তি করছি আমি কাকের সাথে
আমার সকল প্রশ্ন সন্ধার খাতায় জমা রেখে
আমি আমার পথের দিকে চলছি
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


