
অপর।। দ্বীপ সরকার
যতদূর পর্যন্ত আমি লুঙ্গি পড়তে পারি
খালি গায়ে,অথবা শর্ট গেঞ্জি
হাফ প্যান্ট,অথবা কোয়ার্টার প্যান্ট পড়ে
নির্দ্ধিধায় ঘুরতে পারি
ততটুকুই আমার ব্যক্তিগত এলাকা
এর বাইরে---
যেখানে পরিপাটি,পরিশীলন
মাপ যোখ করে হাঁটি
মানান সই প্যান্ট,শার্ট
স্লিপার পায়ে,অথবা জুতা
ঘরি,কালো চশমা
ওটা আমার অব্যক্তিগত-- দূর
ওখানে সকলেই নিজ নিজের মতো
অপরিচিত,অপর
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


