বেণিকুঞ্জের বালিকা
তোমার বেণিকুঞ্জের ভৈরবী-
পৃথিবীর ইথারে করোটি ফোটার নামে
আমার দিকে লেলিয়ে দিয়েছো দিন--
সুন্দরী অপ্রতুল তুমি,গ্রন্থীতে চুরান্ত শ্রী
সুপারি বনের মতো হেলছে দুলছে হাওয়া
সেই বেণিকুঞ্জ থেকে কাঁচা ঘ্রাণ আসে
অফিস ডেস্কে অপ্রকাশিত স্বপ্ন জমছে
অফিসারগণ,কলম কামড়ে নিংড়াচ্ছে লালাভ
কিন্তু,আমি যে,আমাকে মেরে ফেলেছি
নরম স্টিশনের ধারে জবুথবু লাশের মতো
পরজীবী হাওয়ারা অস্বীকারের ধুম তুলছে
এখানে তবু কেউ মরেনি--
তোমার গ্রন্থীঘেঁষা বেণিকুঞ্জ আমিও দেখি
আমিও,পুনশ্চ মরে যাই-ভাবি
কিন্তু, মরে তো যাবো
বেনিকুঞ্জে কি স্থান পাবো?

সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


