অনাগত সূর্য
বোতলের অন্ধকার থেকে বেরিয়ে এসে
ধাতব আকাশের নিচে কোমর দোলাও
দেখো,প্রজাপতির নিশানায় তুমিও আছো
বহুকাল বোতলগৃহের ছায়াকে বলেছিলে"নাচঘর"
মুলতঃআলোর নিচেই পেখম ফুটানো যায়
এখানে,যার যার মতো,চোখের আতশ বানাচ্ছে-
ভৈরবী দৃষ্টিতে গুছাচ্ছে উনপঙ্খির সকাল
কেমন করে,শরীরের ভাঁজ খসালে
শাড়ীকে বলবে,সূর্যমুখী ফুটলো বাগানে
তোমার দিকেই প্রতিশ্রুতি ঝুলে আছে
মাথাটা উঁচিয়ে,বেলকোনির দিকে তাকাও
কলকলিয়ে হাত বাড়িয়েছে অনাগত সূর্য

সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


